বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর, চন্দনবাইশা ও বোহাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সুরুতজ্জামান, সাবেক অধ্যক্ষ ছাদত হোসেন, কামালপুর ইউপির চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল,বীর মুক্তিযোদ্ধা জামিনুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ বাদশা, বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার খান প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এসময় বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD