মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে দুই সন্তানের জনক একজন কৃষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন একজন বিধবা নারী। আজ শনিবার সকালে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চল শোনপচা চরে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের পূর্ব শোনপচা গ্রামের রহমত আলীর মেয়ে শাপলা খাতুন একই গ্রামের নায়েব আলীর শেখের ছেলে রফিকুল ইসলাম শেখের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। শাপলা খাতুনের দাবি গত ৫ মাস আগে থেকে রফিকুল শেখের সাথে বিধবা শাপলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের পার্শবর্তী ভুট্টার ক্ষেতে তাদের একাধিক বার শারীরিক সম্পর্ক হয়। বিধবা শাপলাকে বিবাহ করার আশ্বাস দিলেও গত কয়েকদিন আগে থেকে রফিকুল বিষয়টি এড়িয়ে যেতে শুরু করে। পরে বিয়ের দাবিতে শাপলা শনিবার সকাল ৮ টা থেকে রফিকুলের বাড়িতে অনশন করতে শুরু করে।
এ বিষয়ে শাপলা আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, বিয়ের আশ্বাস দিয়ে রফিকুল আমাদের বাড়ির ভুট্টা ক্ষেতে আমার সাথে সে একাধিক দিন শারীরিক সম্পর্ক করেছে। এখন আমাকে আর সে বিয়ে করতে চাচ্ছে না। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। আমি মরলে এখানেই মরতে চাই।
রফিকুলের স্ত্রী কুলসুম বেগম আলোকিত বগুড়া’কে বলেন, গ্রামের কুচক্রী লোকদের প্ররোচনায় মেয়েটি আমার স্বামীকে ফাঁসাতে চাচ্ছে। তবে আমার স্বামী যদি বিয়ে করতে চায় তাহলে আমি তাকে সতীন হিসেবে গ্রহণ করতে রাজি আছি।
সংবাদটি লেখা পর্যন্ত অভিযুক্ত রফিকুল শেখের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে বারবার মোবাইলে ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তীর সাথে কথা হলে তিনি আলোকিত বগুড়া’কে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD