শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বালু উত্তোলন করায় তিন জনের জেল

সারিয়াকান্দি (বগুড়া)  প্রতিনিধি   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
232 বার পঠিত
সারিয়াকান্দিতে বালু উত্তোলন করায় তিন জনের জেল

বগুড়া সারিয়াকান্দি শাহজালাল বাজারের দুই পাশে গত কয়েকমাস ধরেই চলছিল অবৈধভাবে বালু উত্তোলন । সেখানে সোমবার বিকালে এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।  ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল।

অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়া এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে কাজলা ইউনিয়নের জামথল গ্রামের আব্দুল কদ্দুস প্রাং এর ছেলে দিলদার প্রাং (৪৮), একই ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের নিশান মিয়ার ছেলে আজম মিয়া (২৫), এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বানিকুজ গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলামকে (৪০) আটক করা হয়।


ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে  দিলদার প্রাং কে ১৫ দিন, অবৈধ বালু পরিবহন করায় ট্রাক্টর চালক রবিউল ইসলামকে ৫ দিন এবং বালু উত্তোলনে অবৈধ মেশিন ব্যবহার করার অপরাধে আজম মিয়ার ৫ দিনের জেল প্রদান করা হয় । আটক আসামীদের  রাতেই বগুড়া জেলা হাজুতে প্রেরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাজলা ইউপির চেয়ারম্যান এ এস এম রফিকুল ইসলাম, থানার উপ পুলিশ পরিদর্শক জানে আলম প্রমুখ।


এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


Facebook Comments Box

Posted ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!