বগুড়া সারিয়াকান্দি শাহজালাল বাজারের দুই পাশে গত কয়েকমাস ধরেই চলছিল অবৈধভাবে বালু উত্তোলন । সেখানে সোমবার বিকালে এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল।
অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়া এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে কাজলা ইউনিয়নের জামথল গ্রামের আব্দুল কদ্দুস প্রাং এর ছেলে দিলদার প্রাং (৪৮), একই ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের নিশান মিয়ার ছেলে আজম মিয়া (২৫), এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বানিকুজ গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলামকে (৪০) আটক করা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে দিলদার প্রাং কে ১৫ দিন, অবৈধ বালু পরিবহন করায় ট্রাক্টর চালক রবিউল ইসলামকে ৫ দিন এবং বালু উত্তোলনে অবৈধ মেশিন ব্যবহার করার অপরাধে আজম মিয়ার ৫ দিনের জেল প্রদান করা হয় । আটক আসামীদের রাতেই বগুড়া জেলা হাজুতে প্রেরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কাজলা ইউপির চেয়ারম্যান এ এস এম রফিকুল ইসলাম, থানার উপ পুলিশ পরিদর্শক জানে আলম প্রমুখ।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia