ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও শ্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন কর্ণিবাড়ী ইউনিয়নের এলাকাবাসী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীদের উদ্যোগে কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজারের রাস্তায় ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে কর্নিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল, উপজেলা কৃষকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান, চন্দনবাইশা পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কর্ণিবাড়ী ইউপি ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক মজনু খা বলেন বলেন, গত বছর আমার মত অনেকেই ফসল চাষ করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ফসলি জমির পাশে থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর। তাই অবিলম্বে এই কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।
Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD