সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ

মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
252 বার পঠিত
সারিয়াকান্দিতে বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ

বগুড়া সারিয়াকান্দিতে বসতবাড়ীতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বুধবার রাতে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আন্জু মনোয়ারা। ঘটনাটি ঘটেছে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গা এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেবডাংগা গ্রামের সামছুল ইসলাম শ্যামলের স্ত্রী আন্জু মনোয়ারা বেগম এর সাথে প্রতিবেশি শাহিনুর ইসলাম এর স্ত্রী রুমানা বেগমের দির্ঘদিন যাবত বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় উপজেলার নারচী ইউনিয়নের খাজা মিয়া (৫০), রুমান মিয়া এবং শাহিনূর ইসলাম মন্ডলের স্ত্রী রুমানা বেগমের নেতৃত্বে ১০ হতে ১২ জন অঙ্গাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী আন্জু মনোয়ারার বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির টিনের বেড়া, টিনের চালা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে।


এ বিষয়ে আন্জু মনোয়ারা বেগম বলেন, আমার প্রতিবেশির সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলমান ছিল। আমার স্বামী বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এ সুযোগে ভাড়াটিয়া সন্ত্রাসী এসে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে আমাদের মারপিট করে। ভয়ে আমারা ৯৯৯ এ কল দেই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রুমানা বেগম বলেন, তারা আমাদের দখলকৃত সরকারি বাঁধের জমিতে জোর করে বাড়ি করেছে। তাই তাদের অবৈধ বাড়ি আমরা ভেঙে দিয়েছি।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


Posted ১০:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!