বগুড়ার সারিয়াকান্দিতে বানভাসি এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। আজ ২১জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী শেখপাড়া এলাকা পরিদর্শন করেন।
বানভাসি ও পানি বন্দি ১৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শুকনো খাবার বিতরণ বিতরণ করা হয়।
শুকনো খাবার বিতরণ এর আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বানভাসি মানুষদের উদ্দেশ্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, আপনারা আতংকিত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার উপহার সামগ্রী নিয়ে আমরা আমাদের পাশে এসেছি। আপনাদের সকল প্রকার সহযোগিতা করে এই বন্যা মোকাবেলা করা হবে।
এসময় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মতিউর রহমান মতি, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহমুদুন নবী হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD