বগুড়ার সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াই টায়- অল স্টার ক্লবের আয়োজনে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যে দুটি দল অংশ গ্রহণ করেন তারা হলেন, দিল্লু মানিক স্পোর্টিং ক্লাব বনাম এস এস সি ২০১১ ব্যাচ। টচে জিতে প্রথম ব্যাট করেন দিল্লু মানিক স্পোর্টিং ক্লাব।
তারা ১২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করেন। পরে এস এস সি ২০১১ ব্যাচ ১১০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করলে, ১২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক দুলু।
এসময় উপস্থিত ছিলেন, অত্র কলেজ গভর্নিং বর্ডির সভাপতি মন্তেজার রহমান, অধ্যক্ষ কামরুল হাসান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজু আহমেদ।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD