বগুড়ার সারিয়াকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিফ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষানীদের মাঝে উফসী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয় ।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে সারবীজ বিতরণের উদ্বোধন করেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কামালপুর উপজেলা আওযামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
উপজেলার ১ হাজার কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়েছে ।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD