বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যেগে শীতার্তদের মধ্য কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েন বাঁধের উপর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫০জন শীতার্ত নারী-পুরুষের মধ্য কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রোমানা আশরাফ।
বিশেষ অতিথি ছিলেন গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ বদিউজ্জামান, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) দুরুলহোদা, নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদক মুনজুরি ইসলাম সহ অন্যান্য পুলিশ-সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD