বগুড়া সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে জুয়া খেলা অবস্থায় চার জুয়ারুসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সোনাতলা উপজেলার শ্যামপুর গ্রামের মৃত মন্তেজার মন্ডলের ছেলে মোঃ গাথলু মিয়া (৫২), বগুড়া সদর জহুরুল নগর এলাকার ভাড়াটিয়া মোঃ পল্লব মিয়া (৪০), ধুনট মোড় এলাকার শামসুল হকের ছেলে সুমন ইসলাম (৩০) ও দড়িখাগা এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রুবেল আহম্মেদ (৩৩) এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী নারচী ইউনিয়নের কুপতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কমর উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ শফিউল্লাহ সাজু (৪৫) কে গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়। ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী একজনসহ ৫জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD