বগুড়া সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় সারাশী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। গ্রেফতার আসামীদের মধ্যে ৩ জন মাদক কারবারি যাদের নিকট থেকে ১৮ পিস টাপেন্টাডলসহ, একজনকে বার্মিজ চাকুসহ এবং ২ জনকে গ্রেফতারী পরোয়ানা মূলে আটক করা হয়েছে। অপর ৭ জনকে বিস্ফোরক দ্রব্য মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ পিস টাপেন্টাডল নেশা জাতীয় ট্যাবলেটসহ মাদক কারবারি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের আলম শেখের ছেলে ওয়াহাব মিয়া (২৬), কুতুবপুর ইউনিয়নের জোড়গাছা নতুন পাড়া গ্রামের মুকুল প্রামানিকের ছেলে বাবু ইসলাম (২০), পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের মৃত আব্দুল আলিম ছেলে বাপ্পি মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়েছে। একই দিনে ধনুট উপজেলার বরিয়া উত্তর পাড়া গ্রামের রব্বানী ইসলামের ছেলে সাগর ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে গত বছরের ২৪ নভেম্বর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি উপজেলার পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মুন্জিল প্রাং এর ছেলে আব্দুল হান্নান হিটলার (২৭), বাড়ইপাড়া গ্রামের মফা প্রাং এর ছেলে মেহেদী হাসান মুরাদ (২৩), কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের মৃত কছির প্রাং এর ছেলে রেজাউল করিম ঠান্ডু, কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর পূর্ব পাড়া গ্রামের জহুরুল হকের ছেলে মাহবুবুর রহমান (৩৫), কুতুবপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত সরাফত আলী আকন্দের ছেলে আসাদুল ইসলাম আকন্দ (৫৩), ফুলবাড়ী ইউনিয়নের চর হরিনা গ্রামের মৃত টুকু মোল্লার ছেলে তুলু মোল্লা (৫২), মৃত গেদা প্রাং এর ছেলে মাহিন প্রাং (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে সোনাতলা উপজেলার সুখানপুকুর তেলীহাটা গ্রামের মিজানুর রহমান মিঠুর ছেলে বোরহান উদ্দিন (১৯) ও দুলু মিয়ার ছেলে লিমন মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামীদের বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD