ধর্মের মেয়েসহ জিনের বাদশাকে পিটানোর অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার নারচী ইউনিয়নের গণকপাড়া কৌডালা গ্রামে শনিবার সকালে সালিশের নামে জিনের বাদশা আবদুল খালেক ও তার ধর্মের মেয়েকে বেদম পিটানোর অভিযোগ আনা হয়। এ অভিযোগ রোববার সকালে বাড়ী থেকে ইউপি সদস্য ও নারচী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তরিকুলকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সে সহ ১৪জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD