সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের পশ্চিম ধারাবর্ষা চরে গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,পশ্চিম ধারাবর্ষা দুর্গম চর গ্রামের মৃত ওপ্পের এর ছেলে মোঃ হ্যাপির বাড়ির গোয়াল ঘরে ২৭ জানুয়ারী দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টার দিতে আগুন লাগে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রন করে। এতে কেউ হতাহত হয়নি। তবে একটি গাভী গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে বলে, অভিযোগে দাবি করা হয়েছে।
এ ব্যাপারে গত ২৮শে জানুয়ারী সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ক্ষতিগ্রস্থ হ্যাপি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে । কারণ চরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি মহল আমাকে দীর্ঘদিন থেকে কারণে-অকারণে মারধর করে আসছে। এই মহলটি আমাকে অর্থিক ভাবে ক্ষতি করার জন্য আগুন লাগাতে পারে বলে আমি সন্দেহ করছি।
সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাদশা মন্ডল বলেন, আগুনের ঘটনাটি বানোয়াট এবং পরিকল্পিত। কারণ তার কোন গরুই ছিলো না। তাছাড়া গোয়ালের গরুটি আগুনে দগ্ধ হয়নি। অন্য কারো মরা গরু এনে গোয়াল ঘরে রেখে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়ে প্রতিপক্ষকে ফাসানোর জন্য এক অগ্নিকান্ডের ঘটনা সাজানো হয়েছে।
মঙ্গলবার থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, অভিয্গো পাওয়ার পর ঘটনাটি নিবির ভাবে তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD