সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ২মাদক কারবারিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। গ্রেফতার মাদক কারবারিরা হলো উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর কাটাখালি মধ্যপাড়া গ্রামের ইংরেজ আলীর ছেলে নাছিম উদ্দিন (২৪) এবং রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে সেভিন মিয়া (২৫)।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের বিসমিল্লাহ ফার্মেসীর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মাদক কারবারিদের নিকট থেকে ১০পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারিদের আজ শুক্রবার দুপুরে বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD