গ্যাস, বিদ্যুৎ, নির্মাণ সামগ্রী, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা শাখা জাতীয় পার্টির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। আজ বুধবার সকাল ১১টায় সারিয়াকান্দির প্রধান সড়কের গার্লস স্কুল মোড় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মো: মোকছেদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি তহসিন আলী, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাহাদতজামান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, শ্রমিক পার্টির সভাপতি মো: জাহাঙ্গীর আলম (জাহাঙ্গির), মো: কাজী সহ জাতীয় পার্টির অংগ সংগঠনসমূহের নেতা-কর্মীরা।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোকছেদুল আলম ও রবিউল ইসলাম খাজা। তারা বলেন, সকল রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখনই মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার প্রকৃত সময়। জিনিসপত্রের দাম সহনিয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহŸান জানান তারা।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD