বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে চোরাই কাঠ দিয়ে ঘর দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন, ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুস সালাম।
আব্দুস সালাম বলেন, নারচী মৌজার ২৭ শতক জমিতেে ২১ টি মূল্যবান বনজ আকাশ মনি জাতের গাছ ছিলো। জমির অংশীদার ৩ জন। কিন্তুু বাড়ীতে না থাকার সুবাদে গাছ গুলো কেটে নেন, তারই চাচা মোঃরফিকুল ইসলাম ও চাচাতো ভাই মানিক মিয়া ।
এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। শেষ সময়ে মালিক মিয়া বলেছিলেন, গাছ গুলোতো চুরি হয়েছে। পরে প্রায় আড়াই লক্ষ টাকার মূল্যের ওই গাছ সুকৌশলে অন্য একটি ছমিল থেকে রাতের আধারে ফাড়াই করে এনে, এখন ঘড় -দুয়োর নির্মাণের কাজে ব্যবহার করছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ মানিক মিয়া বলেন, গাছ গুলো বহু বছর আগে আমি লাগিয়েছিলাম, অতএব গাছ কেটেছি তাতে দোষের কি?
Posted ৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia