বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০জন শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল এবং ৩৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
Posted ৯:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD