বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা বিএনপির সদস্য কাজী জাকির হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমিন পিন্টু, শাহজাত হোসেন পল্টন প্রমুখ।
গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি ও সধারণ সম্পাদক নির্বাচিত হয়। আলোচনা সভা শেষে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে দুই পদে মোট ৪৫টি ভোটের মধ্যে মহিদুল ইসলাম ২৪ভোট পেয়ে সভাপতি ও তবিবর রহমান ২৫ ভোট পেয়ে সধারণ সম্পাদক নির্বাচিত হন।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD