বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাছেদুজ্জামান রাছেলকে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে , উপজেলার কামালপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে গতকাল ১৯ জানুয়ারী রোজ বুধবার সময় বিকাল সাড়ে ৩টার দিকে বিবিরপাড়া জে ইউ দাখিল মাদ্রাসা মাঠে কামালপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বিটুলের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আলহাজ্ব আবু আহম্মেদ নাসিম। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোবাশ্বের হোসেন স্বরাজ।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার,বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাছেদুজ্জামান রাছেল,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম আপেল সহ আরো অনেকেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাইনুল হাসান মজনু। উক্ত নির্বাচনী জনসভায় কামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নৌকা প্রতীকের সমর্থকেরা একের পর এক মিছিল নিয়ে জনসভাস্থলে আসলে জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়।
আগামী ৩১জানুয়ারী অনুষ্ঠিতব্য কামালপুর ইউপি নির্বাচনে এই এলাকার উন্নয়নের সার্থে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু আহম্মেদ নাসিম পাভেল সহ সকল বক্তারা। এ-সময় জেলা,উপজেলা, ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD