বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় ২’শ বছর আগে নির্মানাধীন কাঁশাহার জামে মসজিদ পরিদর্শন করলেন বগুড়া-১ আসনের সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল।
মসজিদ কমিটি সুত্রে জানা যায়, ১৮১৯ সালের জুলাই মাসের ২৩ তারিখে স্থাপন করা হয় কাঁশাহার জামে মসজিদ। সরকারি ও সামাজের মুসুল্লিদের অর্থায়নে নির্মাণ করা হয় মসজিদটি। বর্তমানে মানাস নদী থেকে কাঁশাহার ব্রীজের নিচে দিয়ে প্রবাহিত খালের ভাঙ্গণের কবলে পরেছে কাঁশাহার জামে মসজিদ।
এমন খরব শুনে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জামে মসজিদ পরিদর্শনে আসেন সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল। তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। স্থানীয়রাও তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল।
এসময় তার সফর সংঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, বর্তমান সভাপতি রবিউল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, সহ-সভাপতি শাহীন আলম লেবু,সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও ফরিদ উদ্দিন প্রমুখ। এই অনুষ্ঠানের পরেও কামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করার কথা রয়েছে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD