বগুড়ার সারিয়াকান্দিতে মোঃ সাগর আলী(১৭) নামে কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামে। সে মোঃ মোস্তা সরকারের ছোট ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ৩০মার্চ রোজ বুধবার দুপুরে মোঃ সাগর আলী বাহির থেকে বাড়ীতে আসে। সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বেলা অনুমান এক টার দিকে সাগরের মা দুপুরের খাবার খাওয়ার জন্য সাগরকে ডাকা ডাকি করে কোন সারা শব্দ না পেলে ঘরের দরজা ধাক্কাধাক্কি করার পরও কোনো সারা না পেয়ে শেষে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান সাগর ঝুলিয়ে আছে। এ-সময় সাগরের মায়ের ডাক চিৎকারে বাড়ীর লোকজন এসে গলার রশি কেটে তাকে নামানো হয়।পরে সাগরকে বাঁচাতে অটো ভ্যান যোগে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম, পশু চিকিৎসক রুবেল সহ বেশ কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, বড় কুতুবপুর গ্রামের মোস্তা সরকারের ছোট ছেলে মোঃ সাগর চন্দনবাইশা ডিগ্রি কলেজে এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। সাগর একটি মেয়েকে ভালো বাসতো।প্রেমঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, কলেজ ছাত্র সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি আরো বলেন, সে একটি মেয়েকে ভালোবাসতো। তার বড় দুই ভাই অবিবাহিত রয়েছে। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD