বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি গমীর উদ্দীন বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান কে বখাটেরা মারধর করা প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে রোববার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এ মানব বন্ধনে যোগদেন উপজেলার প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি ও সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম,সাধারন সম্পাদক মামুনুর রশিদ,ফুলবাড়ি গমীর উদ্দীন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মাহমুদ, রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফুলবাড়ি বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান কে মারপিটের
এজাহার ভুক্ত সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia