বগুড়ার সারিয়াকান্দিতে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার-প্রচারনায় সরব হয়ে উঠেছে। প্রার্থীরা নাওয়া-খাওয়া ছেড়ে ছুটে চলেছেন ভোটারদের বাড়ী-বাড়ী। রাত-বিরাত, ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ভোটারদের ঘরে-ঘরে গিয়ে ভোটের জন্য আবেদন করছেন। কোন প্রার্থী ভোটারদের হাতে-পায়ে পর্যন্ত পরছেন ভোটের জন্য।
জানা গেছে, গত ১৪ জানুয়ারী প্রতিক পাওয়ার পর পরই বিভিন্ন স্থানে পোস্টার লটকিয়ে দিয়েছেন। এছাড়াও হ্যান্ড বিল, লিফলেট বিলি করছেন ভোটারদের হাতে হাতে। ৩১ জানুয়ারীর ওই নির্বাচন সম্পূর্ণরূপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণের কথা রয়েছে। তবে প্রার্থীদের প্রচার-প্রচারনায় ইভিএম এ ভোটের দেওয়ার কোন কথাই উল্লেখ নাই। তারা আগেকার মতই ‘ব্যালট পেপার হাতে নিন, উমুক মার্কায় সীল দিন’ প্রচারনা চালাচ্ছেন। ইভিএম এ ভোট নিয়ে ভোটারদের অজানা আতঙ্ক থাকলেও এটি নিয়ে কোন আলোচনা-সমালোচনা নেই, তবে প্রার্থীরা প্রচার-প্রচারনায় মাইকের পাশাপাশি হ্যান্ড মাইক ব্যবহার করছেন। মাইকে বিভিন্ন রকমের জারি গান, সারি গান, পল্লীগীতি, ছায়াছবির সুরে নকল গানের সাথে মার্কা মিলিয়ে প্রচার করছেন। প্রচার-প্রচারনায় পরিবর্তন আনায় আনন্দমুখোর পরিবেশ বিরাজ করছে সর্বত্রই। হাট-বাজার, রাস্তা-ঘাট, অলি-গলি, দোকান-পাট সর্বত্রই পোস্টারের ছড়া-ছড়ি। হাজার হাজার পোস্টারে ছেয়ে গেছে ১১ ইউনিয়নের নির্বাচনী এলাকা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও চর এলাকায় পিছে নেই ওই রকম প্রচার-প্রচারনা। সাইকেলে মাইক সাটিয়ে চরে চলছে নির্বাচনী প্রচারনা। কোন কোন প্রার্থী ঘোড়ার গাড়িতেও চালাচ্ছেন নির্বাচনী প্রচার।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচনী প্রচারের কাজ। অতি উৎসাহী কিছু কর্মীর কারনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী পরিবেশ খুবই ভালো আছে।
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD