বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো পহেলা জানুয়ারী শুক্রবার শতাধিক মোটর সাইকেল শোভা যাত্রা করে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বগুড়া-১ আসনের সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান সাহেব ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সহ বেশ কয়েকটি কবর জিয়ারত এর মদ্ধ্যো দিয়ে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন।
ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে ছাগলধরা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাখাওয়াত হোসেন ছকো তার বক্তব্যে বলেন, আগামী ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে ভোট করতে চাই।আপনাদের দোয়া ও সহযোগীতায় চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়েই ইউনিয়নের সকল উন্নয়ন করে একটি মানসম্মত ও বসবাস যোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD