রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ০৫

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
420 বার পঠিত
সারিয়াকান্দিতে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ০৫

বগুড়ার সারিয়াকান্দিতে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীকে ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ ১ বছরের সাজা প্রাপ্ত আসামীসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত ৮টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাজারে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয়রা বলছেন, গ্রেপ্তারের সময় পুলিশ অদক্ষতার পরিচয় দেওয়ায় আসামী সটকে পরেছিলো। প্রত্যক্ষদর্শী ছাইফুল ইসলাম ও এনামুল করিম পুটু জানিয়েছেন, ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা উত্তরপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে মো: আব্দুল রাজ্জাক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। জমি সংক্রান্ত মামলার রায়ে তার ১ বছরের সাজা হয়। গত ৮ মাস পূর্বে সাজার বোঝা মাথায় নিয়ে রাজ্জাক এতদিন ঘুরছিলেন। খবর পেয়ে গত সোমবার রাত ৮টার দিকে সারিয়াকান্দি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) জানে আলম সংগীয় ফোর্স সহ তাকে ধরতে আসেন। বাজারের স্ট্যান্ড এলাকায় সে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয়রা পুলিশের কাছে গ্রেপ্তারের কারন জানতে চান এবং গ্রেপ্তারী পরোয়ানা দেখাতে বলেন। কিন্তু এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) জানে আলম তা দেখাতে ব্যর্থ হওয়ায় এবং স্থানীয়দের মধ্যে হৈ-চৈ শুরু হয়, গ্রেপ্তারকৃত আসামী আব্দুর রাজ্জাক অবস্থা বুঝে এ সময় সটকে পরেন।


খবর পেয়ে সারিয়াকান্দি থানা থেকে এস.আই. মাহবুব হাসান, এস.আই. হোসেন আলী, এস.আই. রবিউল করিম সহ একদল ফোর্স ঘটনাস্থানে হাজির হন। পরে অনেক খোজা-খুজির পর রাতেই তাকে পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আসামী সটকে পরেনি তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিলো। এ অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রাজ্জাক (৬৫), সদ্য শপথ নেয়া ইউপি সদস্য সোহেল রানা হামিদ (৫০), ওমর আলী (৪৫), সাফি আলম (৩৫) ও সোহেল রানা (৩৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই জোড়গাছা এলাকার বাসিন্দা।


গ্রেপ্তাকৃতরা ছাড়াও ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২। আজ মঙ্গলবার দুপুরে কোর্টের মাধ্যমে তাদেরকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিন বলেছেন, পুলিশের অদক্ষতার কারনে ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারী পরোয়ানা দেখতে চাইলে স্থানীয়দেরকে তা দেখাতে না পারায় প্রথমে পুলিশ এলাকাবাসীর তোপের মুখে পরেন। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেনি।


Facebook Comments Box

Posted ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!