বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ই ডিসেম্বর (রবিবার) বিকেলে রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুটি ফুটবল দল অংশগ্রহন করেন তারা হলেন, সবুজ পাতা ফুটবল একাডেমি বনাম মোস্তাকিম ফুটবল এক্সপ্রেস। ৯০মিনিট টানটান উত্তেজনা কর খেলা উপহার দিলেও কোনো পক্ষ গোল করতে না পাড়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে সবুজ পাতা ফুটবল একাডেমি- মোস্তাকিম ফুটবল এক্সপ্রেসকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম নিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ হাজার হাজার ফুটবল ভক্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD