“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ অক্টোবর রোজ বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর
আব্দুল মান্নান স্মৃতি সংসদের আয়োজনে, রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ মাঠে আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলার উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী,পৌর মেয়র মোঃ মতিউর রহমান মতি, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মন্তেজার রহমান মন্তে, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফজলুল করিম নিপু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সহ আরো অনেকেই।
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন,
নাদিম-নাইম ফুটবল একাডেমি বনাম মোস্তাকিম ফুটবল একাডেমি। ৯০ মিনিটের টান টান উত্তেজনাকর খেলায় ১-০ গোলে নাদিম-নাইম ফুটবল একাডেমি কে পরাজিত করে বিজয় লাভ করেন, মোস্তাকিম ফুটবল একাডেমি।
এ-সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার ফুটবল ভক্ত নারী-পুরুষ উপস্থিত থেকে ফুটবল খেলা উপভোগ করেন।
Posted ১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD