মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
র্যালী শেষে মা ফাতেমা নারী প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাঈম হাসান, মা ফাতেমা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তাব্রেজ প্রমুখ।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD