মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো’র সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু।
সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রকৌশলী এলজিইডি তুহিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির, আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম লালন প্রমুখ।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD