সারিয়াকান্দির পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থীর ১ নং ওয়র্ডের হিন্দুকান্দি অস্থায়ী নির্বাচনী অফিস ও দলীয় কার্যালয়ে কে বা কারা ককটেল বিষ্ফোরন ঘটিয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ৮টায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী মতিউর রহমান মতি।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে ওই নির্বাচনী কার্যালয়ে কে বা কারা পরপর কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটায়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। তবে আগামী ১৬ই জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে আতঙ্ক এবং ভোটারদের মধ্য সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য এই ককটেল বিষ্ফোরন ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত নামা অনেক ব্যক্তি এ ককটেল হামলার সাথে জড়িত আছে বলে এজাহারে বলা হয়।
ওসি মিজানুর রহমান জানান, মামলা গ্রহণ করার পরপরই পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এ ককটেল হামলার প্রতিবাদে বুধবার রাতেই তাৎক্ষনিক ভাবে আওয়ামীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এছাড়াও বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আওয়ামীলীগ দলীয় অফিসের সামনে একটি প্রতিবাদ সভা করে। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ হিমু, আব্দুস সালাম, যুবলীগ নেতা আশিক আহম্মেদ, কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম দুখু, ছাত্র লীগ নেতা সোহান সাগর, সাখাওয়াত হোসেন ছকো প্রমুখ। তারা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমনকে ইঙ্গিত করে বিভিন্ন রকমের বক্তব্য দেন।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD