বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, সাবেক সহ-সভাপতি ছাদত হোসেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার,মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিনুর বেগম, শ্রমিকলীগ নেতা সাখাওয়াত হোসেন ছকো, যুব মহিলা লীগ নেত্রী নাইছ, ছাত্রলীগ নেতা সোহান সাগর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ।
Posted ৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD