বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী রোজ বৃহস্পতিবার সময় সকাল ১১ ঘটিকায় ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, গাবতলী সার্কেল বগুড়া সাবিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা’র অফিসার ইনচার্জ (ওসি মিজানুর রহমান কল্লোল), ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন, জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বানী টুকু, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোয়েব উদ্দিন মেম্বার, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম, এএসআই আমিনুর ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন বন্ধে সমাজের সকল শ্রেণি’র মানুষের সহযোগীতা করতে হবে। মাদক বিক্রেতা ও সেবন কারীদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগীতা করবেন। তথ্যদাতা ব্যাক্তির নাম গোপন রাখা হবে। সমাজের ভালো মানুষ আপনারা চাইলে দু একজন মাদক বিক্রেতা ও সেবনকারী কে বিতাড়িত করা কোন ব্যাপার না। সমাজের ভিতর যে কোন বিশৃঙ্খলা নিরসনে আপনারা বিট পুলিশিং এর সহযোগীতা নিয়ে তা সমাধান করবেন। পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
Posted ২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD