বগুড়ার সারিয়াকান্দিতে রবিবার বিকেলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সারিয়াকান্দি খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আনিসুর রহমান,উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলায় কৃষকদের নিকট থেকে ২৭টাকা কেজি দরে ১৯৭৭ মেঃটন বোরো ধান, ২৮টাকা কেজি দরে ৫৩৩ মেঃটন গম এবং চাউল কল মালিকদের নিকট থেকে ৪০টাকা কেজি দরে ১৮৬৩.৪৩ মেঃটন চাল সংগ্রহ করা হবে ।
Posted ৮:২২ অপরাহ্ণ | রবিবার, ২২ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD