বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনবাইশা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক অধ্যক্ষ মোঃ ছাদত হোসেন, উপাধ্যক্ষ হাসান মাসুদ, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল হাসান বাবলু, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুন নবী হিরো সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আইনুল ইসলাম। এসময় চন্দনবাইশা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক সকল শ্রেনীর শিক্ষার্থী ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD