গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার দেশ ও দেশের মানুষের জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অসচ্ছল ২৬৫জন সুবিধাভোগী নারী লটারীর মাধ্যমে নির্বাচন করলেন উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাছেদুউজ্জামান রাছেল। ভিজিডি কার্ডধারীরা প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল পাবেন দুই বছর।
এ-উপলক্ষ্যে ১৮ই নভেম্বর শুক্রবার বিকেলে কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রফিকুল ইসলামের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মাইনুল হাসান মজনু, ইউপি সদস্য আল মামুন, আলমগীর হোসেন, আজাহার আলী, জাহিদুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য মোছাঃ বিউটি খাতুন প্রমুখ। এসময় অনলাইনে নিবন্ধন করা হাজারো অসচ্ছল নারী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD