নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারউপজেলা সদরে সরকারি নিয়ম অনুযায়ী ওএমএস (খোলাবাজারে চাল বিতরন) এর চাল বিক্রির কর্মসূচি চলছে।
আজ বুধবার সকাল ১০ টা হতে প্রতিদিনের ন্যায় উপজেলার মন্ডল মোড় ও মেডিক্যাল মোড়ের দুটি পয়েন্টে সুষ্ঠ পরিবেশে সরকারি নিয়ম মোতাবেক চারশত পরিবারের মাঝে ওএমএস এর চাল বিতরন করা হয়।
সকল ১০ টায় আসলে লাইনে দাড়ে থাকে কিছুক্ষনের মধ্যে হামি ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাইছি বলে সুবিধাভোগী পরিবার সদস্য ফুরকুটি গ্রামের ম্যালচ্য টুডু সাংবাদিকদের জানান।
এ বিষয়ে উপজেলার ওই দুই পয়েন্টের ডিলারগণ আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সরকারি নিয়ম মেনেই সকাল ১০ টা থেকে মাথাপিছু ৫ কেজি হারে ৩০ টাকা দরে দুই পয়েন্ট প্রতিদিনের নির্ধারিত ১ টন করে ২ টন চাল বিক্রি করা হয়। চাউল শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলে বলে সাংবাদিকদের জানান তারা।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচির আওতায় উপজেলায় ২জন ডিলারের মাধ্যমে ৪০০ পরিবারের মাঝে ৩০ টাকা দরে মাথাপিছু ৫ কেজি করে প্রতিদিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD