বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তপু শেখ (২৫) কে চোরাই ৪৫ কেজি চালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তপু সিরাজগঞ্জের রহমতগঞ্জ গ্রামের মৃত আমির শেখের ছেলে। গত সোমবার ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করাকালে সান্তাহার রেল স্টেশনের ০৩ নং প্ল্যাটফর্ম হতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ শে মার্চ দুপুর আড়াইটায় উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘরের জুয়েল সরদার নামের এক ট্রেন যাত্রী সান্তাহার স্টেশন থেকে নাটোর যাওয়ার জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় তার প্যান্টের পকেটে রাখা টাকাসহ মানিব্যাগ ও একটি মোবাইল চুরি হয় ।
এসময় তিনি থানা পুলিশের সহায়তা নিয়ে ট্রেনের ওই বগিতে যাত্রী বেশে থাকা পকেটমার চক্রের সদস্য নিলুফার দেহ তল্লাশি করে মোবাইল ফোন ও উল্লেখিত পরিমান টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নিলুফার দেয়া তথ্য মতে, স্টেশনে মোবাইল ফোন ও মানিব্যাগ চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ৭জন সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের নাম ওঠে আসে। তার মধ্যে তপু শেখ অন্যতম।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD