আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রীর ল্যাগেজ চুরির সময় দুইজনকে জনতা আটক করে করে রেলওয়ে থানায় সোর্পদ করেছেন। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০ টায় সান্তাহার স্টেশনের ৪নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলা সদরের মির্জাপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাজু মিয়া (২৮) ও আদমদীঘির সান্দিড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মোজাফ্ফর হোসেন (৪০)।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ১০ টায় সান্তাহার স্টেশনের ৪নং প্লাটফরমে অপেক্ষামান যাত্রীর ল্যাগেজ ব্যাগ চুরি করার সময় যাত্রী ও স্থানীয় জনতা উল্লেখিত দুই চোরকে হাতেনাতে আটক করার পর রেলওয়ে থানায় সোর্পদ করেন। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD