বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আবাসিক বোডিংয়ে জুয়া খেলার সময় ছয় জন জুয়াড়িকে আটক করে প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার আবাসিক নামের একটি হোটেলের কক্ষে জুয়া খেলার সময় সরঞ্জামসহ তাদেরকে আটক করে এই জেল জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হক।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার আজাদ ও হানিফ, সাহেব পাড়ার কালাম আহমেদ, স্টেশন কলোনীর মজনু প্রামানিক ও নাইম হোসেন এবং নওগাঁ সদর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার প্রেম শেখ।
সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় অবস্থিত আবাসিক বোডিংয়ে তাসের মাধ্যমে মিনি ক্যাসিনো জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্ব সান্তাহার আবাসিক নামের একটি বোডিংয়ে অভিযান চালিয়ে ৪নম্বর কক্ষে জুয়া খেলার সময় সরঞ্জামসহ উক্ত ৬জন জুয়াড়িকে আটক করার পর তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট।
স্থানীয়রা জানায়, সান্তাহার বোডিংয়ে পুলিশ তৎপরতার কারনে কিছুদিন বন্ধ থাকার পর আবারো শুরু করা হয়েছে জুয়া ও নারীর কারবার।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD