বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে এই অভিযান চালিয়ে মুন নামের একটি আবাসিক বোডিং থেকে দুই যৌনকর্মিসহ তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সদরের মোবারক আলীর মেয়ে সীমা বেগম (২৮), বাঘেরহাট জেলা সদরের দশআনি গ্রামের আসাদ শেখের স্ত্রী শাহিদা বেগম (২৭) ও আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন কলোনীর আতাউর রহমানের ছেলে নাহিদ (৩০)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, সান্তাহার আবাসিক বোডিংয়ে অনেকদিন যাবত অসামাজিক কাজ বন্ধ ছিল। শুক্রবার সকালে ফের অসামাজিক কাজ চলছে এমন সংবাদের ভিক্তিতে মুন বোডিংয়ে অভিযান চালিয়ে উল্লেখিত দুই যৌনকমিসহ মোট তিন জনকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD