দ্বিতীয় ধাপে আদমদীঘি সান্তাহার পৌরসভা সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী শনিবার বিরতিহীন ভাবে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয় বারের মতো তিনি সান্তাহার পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
তার নিকটতম প্রতিন্দদ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। ফলে ৩৮৬ ভোটে পরাজিত হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু।
এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক পেয়েছে ৮৮৬ ভোট। মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১জন। ভোটাধিকার প্রয়োগ করা হয় ১৫ হাজার ৯৭৬টি। শতকরা ৬২.৬২ ভাগ ভোট প্রদান করা হয়েছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ১২ কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD