বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পর পৌর এলাকায় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দী প্রার্থীরা প্রতীক পেয়েই ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। গত ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের তিন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০জনসহ ৪২জন মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ২৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ৬জন প্রার্থীতা প্রত্যাহার করেন। ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আব্দুল কুদ্দুছ নামের এক প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
গত ৩০ ডিসেম্বর তিন মেয়র প্রার্থীসহ ৩৬জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
তারা হলেন- মেয়র পদে আওয়ামীলীগের আশরাফুল ইসলাম মন্টু (নৌকা), বিএনপির তোফাজ্জল হোসেন (ধানের শীষ) এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর হাজী আব্দুর রাজ্জাক (হাতপাখা)। সংরক্ষিত তিনটি নারী ওয়ার্ডে ১০জন এরা হলেন- ১নং ওয়ার্ডে আদরী (আনারস), তাছলিমা বেগম (চশমা), মমতাজ আলম (জবাফুল), ২নং ওয়ার্ডে আফলাতুন নেছা (জবাফুল), মাহবুবা জামান (চশমা), রিতা আক্তার বানু (আনারস), হালিমা বেগম (অটোরিকশা) ও ৩নং ওয়ার্ডে জাহানারা বেগম (চশমা), আফরুজা খাতুন (অটোরিকশা), হাসিনা মমতাজ (আনারস)।
এ ছাড়া ৮টি সাধারণ ওয়ার্ডে ২৩জন প্রার্থী এরা হলেন- ১নং ওয়ার্ডে জসিম উদ্দীন (পাঞ্জাবি), মজিবর রহমান (টেবিল ল্যাম্প), হাবিবুল আলম (উটপাখি), ২নং আব্দুর রশিদ (ডালিম), মমতাজ আলী (উটপাখি) রবিউল ইসলাম (পাঞ্জাবি), ৩নং নজরুল ইসলাম (উটপাখি), নিজামুল আমিন (ডালিম), রফিকুল ইসলাম (পাঞ্জাবি), শাকিল আলম (টেবিল ল্যাম্প). ৪নং ওয়াহেদুল ইসলাম (পাঞ্জাবি), দুলাল হোসেন (উটপাখি), ৫নং আলাউদ্দিন(উটপাখি), সাইফুল ইসলাম (পাঞ্জাবি), ৬নং নাজিমুদ্দিন খান (টেবিল ল্যাম্প), হুমায়ন কবির (উটপাখি), ৮নং মো: ইয়াছিন (পানির বোতল), গোলাম কবির (ডালিম), গোলাম মোস্তফা (পাঞ্জাবি) ও জার্জিস আলম রতন (উটপাখি) এবং ৯নং ওয়ার্ডে কামরুল (ডালিম), রেজাউল ইসলাম তালুকদার (উটপাখি) ও মো: লিটন (টেবিল ল্যাম্প) মার্কা পেয়ে প্রর্থীরা ভোটারের দুয়ারে-দুয়ারে ভোট চেয়ে লিফলেট বিতরন করে গনসংযোগ করে প্রচারণা করছেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD