বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের উদ্যেশ্যে নিয়ে যবার সময় বিএম সেলিম (৪৬) নামের এক উপ-সহকারি প্রকৌশলী (ইলেকট্রেনলাইটিং)কে আটক করেছে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গত শুক্রবার রাত ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করা হয়। এসময় লক্ষাধিক টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃত বিএম সেলিম রেলওয়ে লালমনিহাট বিভাগের উর্ধতন উপ-সহকারি প্রকৌশলী (ইলেকট্রেন লাইটিং)। সে যশোহর জেলার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ-সহকারি পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বাদি হয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি সান্তাহার সার্কেলে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১১টায় খুলনাগামি ৭৪৮ নম্বর আন্ত;নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে রেলবিভাগের বিপুল পরিমান বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের উদ্যোশে সান্তাহার স্টেশন ৩নং প্লাটফর্রমে অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা প্লাটফর্রমে অভিযান চালিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় থাকায় বিএম সেলিম নামের ওই প্রকৌশলী কাছে কয়েকটি কার্টুন দেখতে পান। এসময় তার হেফাজতে থাকা ওইসব কার্টুন তল্লাশি করে বিভিন্ন ওয়াটের চারটি ট্রান্সটেক বাল্ব, রহিম আফরোজ কোম্পানির একটি আইপিএস, ১২টি সুপার ষ্টার ইকো মগা লাক্স বাল্ব, ৩০টি সার্কিট ব্রেকার ও ২৫লিটার ব্রেক ওয়েলসহ বাংলাদেশ রেলওয়ে লেখা প্রায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেন এবং উপ-সহকারি প্রকৌশলী বিএম সেলিমকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী বলেন, প্রকৌশলী বিএম সেলিম রেলওয়ের এ সকল মুল্যবান মালামাল খুলনাগামি ৭৪৮ নম্বর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকি সান্তাহার (সার্কেল) এ মামলা দায়ের হয়েছে। শনিবার ২৫ ডিসেম্বর দুপুরে গ্রেফতারকৃত বিএম সেলিমকে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৮:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD