বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইয়াবা ট্যাবলেটসহ আবিদ হাসান অভি (২৬) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে থেকে ৮২পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আবিদ হাসান অভি আদমদীঘির বড় মালশন গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইলে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সান্তাহার সরকারি কলেজের সামনে মাদক বেচা-কেনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আবিদ হাসান অভিকে আটক করে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD