আদমদীঘির সান্তাহারে ৫০পিস নেশার এ্যাম্পলসহ জামাল সরদার (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সান্তাহার ঝংকার ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ। জামাল সরদার আদমদীঘির সাঁতাহার এলাকার আফজাল হোসেনের সরদারের ছেলে।
পুলিশ জানায়, সান্তাহার সাঁতাহার ঝংকার ক্লাবের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই স্থানে অভিযান চালিয়ে জামাল সরদারকে আটক করে তার হেফাজতে থাকা ৫০পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিসয়টি নিশ্চিত করে বলে এ ঘটনায় মামলা থানায় হয়েছে।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD