বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ১০ লিটার চোলাই মদসহ মিনারুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের উত্তরে রেলঘন্টি নামকস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনারুল ইসলাম নওগাঁর চকবিক্রম এলাকার রিজ্জাক ওরফে এজাদের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সান্তাহার জিআরপি থানায় মামলা হয়েছে।
সান্তাহার জিআরপি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রেলওয়ে ষ্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান কালে সান্তাহার স্টেশনের উত্তরে রেলঘন্টির সামনে মদ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বোতলে রাখা ১০ লিটার চোলাই মদসহ মিনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD