আদমদীঘির সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ জুয়েল আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে কাহালুর বাখইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় পালসার একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল আহমেদ রাজশাহি জেলার গোদাগাড়ি উপজেলার কদম হাজির মোড় ভাটপাড়া গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন।
আদমদীঘির সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামিমা আক্তার বলেন, বৃহস্পতিবার কাহালু উপজেলার বাখইল এলাকা দিয়ে মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই স্থানে ওঁৎ পেতে অবস্থান নেয়া হয়। দুপুরে একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে অভিনব কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইনসহ জুয়েল আহমেদ নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
Posted ৪:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD