বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হেরোইনসহ চুন্নু মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। আজ বুধবার ১৯ জানুয়ারী দুপুরে সান্তাহার কলসা সোনারপাড়া টুনটুনি বাবা মসজিদের পাশে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চুন্নু মিয়া আদমদীঘির হলুদঘর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বেলা ১২টায় আদমদীঘির সান্তাহার কলসা সোনারপাড়া টুনটুনি বাবা মসজিদের পাশে রাস্তা উপড় মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চুন্নুকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
Posted ৮:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD