বগুড়ার আদমদীঘির সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) বেলা ১১ টায় কলেজ মিলানায়তনে পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা ও শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল, ভাইস চেয়ারম্যান সালমা বেগম, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ শাহনাজ বেগম. কলেজ উপাধ্যক্ষ বাবুল হোসেন, সহকারী অধ্যাপক রবিঊল ইসলাম রবীন, মানিকুজ্জামান, ইউনুছ সরদার, অরুণ চন্দ্র পাল, সেলিনা আক্তার, সাংবাদিক খায়রুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলূ, মকবুল হোসেন জোয়ারদার, রাশেদুল ইসলাম রাজা প্রমুখ।
#
Posted ১০:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD