বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা পোঁওতা এলাকায় রেললাইনের পাশে একটি রহস্যজনক গভীর গর্তের সন্ধান পাওয়া গেছে। এই গর্তটি দেখতে উৎসুক জনতা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন।
স্থানীয়রা জানান, গত ৬ নভেম্বর শনিবার সন্ধ্যার নামা পোঁওতা গ্রামের এক নারী নামা পোওতা রেললাইনের পাশ দিয়ে তার ছাগলকে নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় খড়-পাতা পড়ে থাকতে দেখে। এরপর তা সরিয়ে নেয়ার সময় একটি গভীর গর্ত দেখতে পান। গর্তটি দেখে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় তোলপাড় ও আতংকের সৃষ্ঠি হয়।
পরে স্থানীয় উৎসুক নারী-পুরুষ গর্ত দেখার জন্য ভিড় জমান। ওই গ্রামের শাহাদুল জানায়, গর্তের উপড়ের খড়-পাতা সরিয়ে দেখা যায় গর্তটি প্রায় ৮ ফিট।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মাকিউল আযম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ওই গর্তের ভিতর থেকে মাটি কাটার ১টি কোদাল, ২টি সাবল ও মাটি উঠানোর ১টি গামলা উদ্ধার করা হয়েছে। গর্তটি মাটি দিয়ে ভরাট করে পুরন করা হয়েছে। তবে কেন কারা কি উদ্যেশ্যে এই গর্ত সৃষ্ঠি করেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আতংক না হওয়ার জন্য তিনি পরামর্শ দেন।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD