বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের গতিরোধ করে হাত পা বেঁধে ফেলে রেখে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১১ টায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পরদিন বৃহস্পতিবার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আবুল কালাম আজাদ উপজেলার সান্দিাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি।
গত বুধবার রাত ১১ টায় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সান্তাহার শহরে প্রয়োজনীয় কাজ শেষে তার বাড়ি সান্দিড়া গ্রামে ফেরার পথে ইয়ার্ড কলোনী মোড়ে একদল ছিনতাইকারি তার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তার ব্যবহৃত হিরো হোন্ডা ১০০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলে, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে তৎপরতা চলছে।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD